আব্দুল্লাহ আল-আমিন,
বিশেষ প্রতিনিধিঃ-
শেরপুরের নকলায় “নকলা উলামা ঐক্য পরিষদ'র” উদ্যোগে ৩য় বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টার পর হতে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মাদরাসার ৮৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে পৌর শহরের বাসষ্ট্যান্ড নকলা দারুল উলুম মাদরাসায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিকেলে নকলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও মাসতুরা আশরাফিয়া ক্বাওমি মহিলা মাদরাসার মুহতামিম মাওঃ আঃ জলিল’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক ও নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ মুফতি আনসারুল্লাহ তারা'র সঞ্চালনায় এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিচারক মন্ডলীর ফলাফলে ৫ পারা, ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারায় প্রতিটি গ্রুপে বিজয়ী হিসেবে ৫ জনকে নির্বাচিত করে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সৌজন্যে তাদের প্রত্যেককে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে নকলা উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি হাফেজ আবু সালেহ, কোষাধ্যক্ষ হাফেজ মারুফ হাসান,সহ-দপ্তর সম্পাদক হাফেজ ছায়েদুল ইসলাম ও হাফেজ রফিকুল ইসলাম, বিশিষ্ট ইসলামি সঙ্গীত শিল্পী হাফেজ ক্বারী আতিকুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নকলা উলামা ঐক্য পরিষদের অন্যান্য সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
0 coment rios: