Tuesday, December 17, 2024

নকলায় সবজির বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার,গ্রেফতার-১



 শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবজির বাগান থেকে গাঁজার গাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 সে ওই এলাকার আশরাফ আলীর পুত্র।পুলিশ জানায়, নকলা উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় সবজির বাগানে গাঁজার চাষ করেছে জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারি। এমন একটি সংবাদ পেয়ে নকলা থানার ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম এমএলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার বশত ঘরের উত্তর পাশের সবজির বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেন।


নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকা থেকে গাঁজা গাছসহ জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: