দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নকলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল এক মানববন্ধনের আয়োজন করেছে।
সোমবার ১০ই মার্চ সকালে নকলা পৌর শহরের কেন্দ্রীয় সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। অথচ অপরাধীদের অনেক সময় আইনের আওতায় আনা হলেও বিচারের দীর্ঘসূত্রতার কারণে তারা পার পেয়ে যায়। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে নারীরা নিরাপদ হবে না।
ছাত্রনেতারা বলেন, “আমরা এমন সমাজ চাই, যেখানে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, নির্যাতনের শিকার হবে না, এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।”
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নকলা পৌর ছাত্রদল এর আহ্বায়ক সানোয়ার হোসেন অভি ও সরকারি হাজী জালমাহমুদ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আজাদ অর্নব সহ নকলা পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য আরও কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন।
0 coment rios: