Sunday, March 23, 2025

নকলার কৃতি সন্তান নাঈম সরকারের নেতৃত্বে শাবিপ্রবি ছাত্রদলের নবযাত্রা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নাঈম সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শাবিপ্রবি ছাত্রদলের হাজারো নেতাকর্মীর জন্য এক গর্বের মুহূর্ত।গত ১৪ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি তে শাবিপ্রবি শাখায় সাধারণ সম্পাদক হিসেবে নাঈম সরকার এর নাম প্রকাশ করা হয়।

নাঈম সরকার, যিনি শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি সন্তান, তিনি ছাত্রদলের আদর্শের প্রতি অবিচল থেকে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। তার নেতৃত্বে শাবিপ্রবি ছাত্রদল নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বলে আশা করছেন ছাত্রনেতারা।


এ বিষয়ে নাঈম সরকার বলেন,
"এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এটি শুধু আমার অর্জন নয়, এটি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর সংগ্রামের ফসল। আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে কাজ করব।"
এছাড়াও তিনি আরও জানান, এই অর্জন শুধু আমার একার নয়, এটি নকলার প্রতিটি মানুষের অর্জন। আমি নকলার সন্তান, এবং এই মাটির প্রতি আমার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা আছে। নকলাবাসীর যেকোনো প্রয়োজনে আমি সাধ্যমতো তাদের পাশে থাকব, সুখে-দুঃখে একসঙ্গে চলব। কারণ নকলা আমার গর্ব, আমার পরিচয়।

এ দায়িত্ব পাওয়ায় তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক ও টিম-১০ এর প্রতি, যারা তার উপর আস্থা রেখেছেন। পাশাপাশি তিনি তার রাজনৈতিক শিক্ষাগুরু সুদীপ জ্যোতি এষ , আসাদ খান সাদী ও সুফিয়ান মুহাম্মদ ফয়জুর রহমান -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



জানা যায়, নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার। এই কমিটি শাবিপ্রবিতে ছাত্রবান্ধব রাজনীতি গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নাঈম সরকারের নেতৃত্বে শাবিপ্রবি ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে—এই প্রত্যাশা সবার।


এ কমিটি প্রকাশ পাওয়ার পর নাঈম সরকারকে নকলা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল সহ জাতীয়তাবাদী চেতনার সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা যায়।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: