রাইসুল ইসলাম রিফাত (নকলা উপজেলা প্রতিনিধি) :
শেরপুরের নকলা উপজেলার পশ্চিম পাঠাকাটা গ্রামের তমিজ উদ্দীন সরকার বাড়ী আন নূর ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলবার পহেলা এপ্রিল এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। "মেডিকেল ক্যাম্প" শীর্ষক এই আয়োজনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিপিএস (মেডিসিন) মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডা. আহমেদ সাইয়েদ শুভ, যিনি তার মূল্যবান চিকিৎসা সেবার মাধ্যমে অসুস্থদের সেবা করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. মারিফুল ইসলাম (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ) এবং ডা. সাজ্জাদ সেজান (ফরিদপুর মেডিকেল কলেজ)। তাঁরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, রোগ সনাক্ত, রক্ত পরীক্ষা, ব্লাড প্রেসার চেক এবং অন্যান্য চিকিৎসা প্রদান করেন।
এসময় শতাধিক বৃদ্ধা, শিশু, মহিলা সহ নানান বয়সী রোগীরা চিকিৎসার সেবা নেন।
ক্যাম্পের অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম সারোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, "গরিব ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।"
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা মাজহারুল আলম, তৌফিকুল আরিফ, রক্তের ফোঁটায় মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি আসিফ আলম চমক ও ব্লাড ব্যাংক অব নকলার কো-অর্ডিনেটর রাইসুল ইসলাম রিফাত প্রমুখ । তারা এ ধরণের জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
জানা যায়,পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন উক্ত অনুষ্ঠানের আয়োজক মঈনুল হাসান । তার দক্ষ সঞ্চালনার মাধ্যমে পুরো ক্যাম্পটি সফলভাবে পরিচালিত হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চিকিৎসকদের আন্তরিক সেবায় পুরো এলাকায় প্রশংসার জোয়ার বইতে থাকে।
আয়োজক মঈনুল হাসান বলেন, এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা করা হচ্ছে, যাতে আরও বেশি অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারেন।
0 coment rios: