Monday, July 14, 2025

সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হীরা আর নেই...

স্টাফ রিপোর্টার:
   গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, নকলাবাসীর পরিচিত ও প্রিয় মুখ, ৪নং গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মজিবর রহমান হীরা ইন্তেকাল ফরমায়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

আজ ১৪ জুলাই (সোমবার) বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে নকলাসহ গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং জনদরদি জনপ্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর নেতৃত্বে গৌড়দ্বার ইউনিয়নসহ নকলা উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

আল্লাহ্‌ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: