আব্দুল্লাহ আল-আমিন
স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের মাইসাহেবা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ যায়গা প্রদক্ষিণ করে ডিসি গেইট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ।
ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা।
জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় এতে জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, কর্ম পরিষদ সদস্য ডা.আনোয়ার হোসাইন, প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর ২ নকলা-নালিতাবাড়ী আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: