Saturday, July 19, 2025

সম্মিলিত উদ্যোগে গড়ে উঠবে পরিচ্ছন্ন নকলা শহর;পৌর প্রশাসক জাহাঙ্গীরের অঙ্গীকার


রাইসুল ইসলাম রিফাত :

শেরপুরের নকলা পৌরশহরের ভোরবেলার রাস্তা, যেখানে একসময় জমে থাকত আবর্জনা আর নালা-নর্দমার দুর্গন্ধ;সেই রাস্তাগুলোতেই এখন ঝাড়ু হাতে ব্যস্ত পরিচ্ছন্নকর্মী ও উৎসাহী শিক্ষার্থীদের দেখা মেলে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই যেন উৎসবের আবহ।
এই বিশেষ দিনটি ছিল নকলা পৌরসভার উদ্যোগে “পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান”–এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে দৃঢ় কণ্ঠে বলেন,
“এ শহর আমাদের, তাই একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে খুব শিগগিরই নকলা হবে পরিচ্ছন্ন ও আধুনিক শহরের অনন্য উদাহরণ।”

তিনি আরও যোগ করেন,
“আজ বাজারকেন্দ্রিক এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। এখানেই শেষ নয়;পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ অভিযান চলবে। আপনারা সকলে নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখুন, আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকুন।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব,সহকারী সার্জন ডা. মালিহা নুঝাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান,পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ফকর উদ্দিন, পৌর কনজার্ভেটিভ সুপারভাইজার ফজলে রাব্বী রাজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অভিযানের অনন্য দিক ছিল স্থানীয় শিক্ষার্থীদের সম্পৃক্ততা। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাজিমদ্দিন এর নেতৃত্বে বিদ্যালয়ের স্কাউট সদস্যরা হাতে হাত মিলিয়ে পরিচ্ছন্নকর্মীদের পাশে দাঁড়ায়। তাদের এই অংশগ্রহণ যেন পুরো কর্মসূচিতে নতুন উদ্যম যোগ করে।
দিনব্যাপী এই অভিযানে নকলা হল চত্বর থেকে শুরু করে জালমামুদ কলেজ, হাসপাতাল, নালিতাবাড়ী মোড় ও জোড়া ব্রিজ এলাকার রাস্তার দুই পাশ, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা;সবখানেই ঝাড়ু, কাঁচি, ময়লার ব্যাগ হাতে কর্মীদের দেখা যায়। পরে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের কাজও করা হয়।
শহরের একাধিক পথচারী ও ব্যবসায়ীকে দেখা গেছে এ অভিযানে খুশি হয়ে সহযোগিতা করতে। একজন দোকানদার বলেন,
“এ রকম উদ্যোগ নিয়মিত হলে আমাদের বাজার আর রাস্তা দুটোই সুন্দর থাকবে। আমরা সবাই পাশে আছি।”

নকলা পৌর প্রশাসনের এই উদ্যোগ কেবল একটি পরিচ্ছন্নতা অভিযান নয়;এটি যেন এক প্রতিজ্ঞা, “পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক” গড়ার পথে এক নতুন অধ্যায়।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: