Saturday, September 13, 2025

নকলার গর্ব: একই পরিবারের দুই বোন ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত

রাইসুল ইসলাম রিফাত :

শেরপুরের নকলা উপজেলার গর্ব হয়ে উঠেছেন একই পরিবারের সহোদর দুই বোন। নকলা হাসপাতাল মোড়ে বসবাসরত এই দুই বোন ৪৮ তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বড় বোন ডা. তাসনিম কণা বিডিএস ডিগ্রিধারী আর ছোট বোন ডা. মোনতাকা সাবরিন ভাবনা এমবিবিএস ডিগ্রিধারী। ধর্মপ্রাণ এই দুই বোন নকলাতেই বসবাস করছেন এবং এলাকার মানুষের কাছে গর্বের প্রতীক হয়ে উঠেছেন।

তাদের গ্রামের বাড়ি ৭ নং টালকি ইউনিয়ন এর গাইড়া ফুলপুরে হলেও দীর্ঘদিন ধরে নকলাতেই স্থায়ীভাবে বসবাস করছেন। কণা ও ভাবনা পড়াশোনার ক্ষেত্রেও ছিলেন সমানভাবে মেধাবী।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 
এসএসসি ও নকলার চৌধুরী ছবরুন্নেসা মহিলা কলেজ থেকে তারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

এসএসসি ২০১০ ব্যাচের ছাত্রী ছিলেন কণা আর ২০১৫ ব্যাচের ছাত্রী ছিলেন ভাবনা। ছোটবেলা থেকে দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে তারা আজকের এই সফলতা অর্জন করেছেন।

এমন গৌরবজনক অর্জনে নকলার মানুষ দুই বোনকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: