Monday, September 8, 2025

শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগ নিষ্পত্তিতে জনতার আগ্রহ

স্টাফ রিপোর্টার :

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহযোগীতায় ও সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষের ব্যাপক সাড়া মেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া।

দিনব্যাপী এ শুনানিতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে অভিযোগ ছিলো বেশি। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

শুনানি শেষে অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ সমাধানে দুদক সর্বদা সচেষ্ট থাকবে।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: