শেরপুরের নকলায় আজ মঙ্গলবার অফিসার্স ক্লাবের আয়োজনে এক বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বদলিজনিত কারণে নকলা থেকে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হয় এবং নতুন যোগদানকারী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় কৃষিবিদ মো. শহিদুল ইসলাম, উপপরিচালক, বিএডিসি হিমাগার; মনতোষ কুমার সরকার, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা; এবং পার্থ পাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে। বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও উন্নয়নমূলক অবদানকে স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পাশাপাশি নবাগত সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা নতুন কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে নকলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিদায়ী ও নবাগত সকল কর্মকর্তার প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়।
0 coment rios: