Saturday, September 20, 2025

নকলায় টানা ৬ দিনে ৩ বাসায় চুরি ও ডাকাতি, স্বর্ণালংকার-টাকা-আসবাবপত্র উধাও

স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলা পৌরশহরে মাত্র ৬ দিনের ব্যবধানে তিনটি বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার, ১৪ ভরি রূপার গহনা, নগদ এক লাখ টাকা, বৈদ্যুতিক মোটরসহ মূল্যবান আসবাবপত্র ও কাপড়চোপড় লুট হয়েছে। ক্ষতিগ্রস্ত স্বর্ণ-রূপার গহনার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রথম ঘটনা ঘটে ১৫ সেপ্টেম্বর সকালে পৌরশহরের গ্রীণ রোডে (সাবেক কামারপট্রি) সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের বাসার ভাড়াটিয়া কিতাব আলীর ঘরে। পরিবারের কেউ না থাকায় দুর্বৃত্তরা তালা ভেঙে স্টিলের আলমারি থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও ১৪ ভরি রূপার গহনা চুরি করে নিয়ে যায়।
একইদিন রাতে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ রোডের রফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়। সেখানে একটি বৈদ্যুতিক মোটরসহ প্রায় এক লাখ টাকার আসবাবপত্র ও কাপড়চোপড় উধাও হয়।

তৃতীয় ঘটনা ঘটে ২০ সেপ্টেম্বর ভোরে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে সাবেক পৌর কাউন্সিলর বাদল হোসেন সরকার ফজরের নামাজে গেলে মুখোশধারী ডাকাত দল তার বাসায় ঢুকে। এসময় তারা স্ত্রী সামছুন্নাহার রূপসীকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং আলমারি থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর কয়েকজন ভুক্তভোগী থানা পুলিশকে জানালেও কেউ লিখিত অভিযোগ করেননি। নকলা থানা পুলিশ বলছে, গ্রীণ রোডের চুরির ঘটনা তদন্তাধীন রয়েছে এবং বাদল হোসেনের বাড়িতে ডাকাতির পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ না পেলেও ঘটনাগুলো মাথায় রেখে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: