Sunday, September 21, 2025

কারাগার থেকে পৌরবাসীকে সালাম জানালেন নকলার সাবেক মেয়র মোখলেছুর রহমান (তারা)


স্টাফ রিপোর্টার:
মিথ্যা মামলায় কারাগারে বন্দী নকলার সাবেক মেয়র মোখলেছুর রহমান (তারা) নকলাবাসীর জনতার শক্তি হিসেবে পরিচিত। রবিবার তাঁর ছেলে তানিম ইসতিয়াক কারাগারে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে তানিম ইসতিয়াক জানান, মোখলেছুর রহমান (তারা) নকলা পৌরবাসীসহ সকল স্তরের জনগণকে সালাম জানিয়েছেন (আসসালামু আলাইকুম) এবং তাদের কাছে দোয়া চেয়েছেন।

তানিম ইসতিয়াক আরও বলেন, “আমার বাবা নকলার সর্বস্তরের জনগণের পাশে সবসময় ছিলেন, আজও তিনি জনগণের দোয়া ও ভালবাসার অপেক্ষায় আছেন।”


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: