Monday, September 22, 2025

নকলায় লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রকোনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

অভিযানে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করার অপরাধে মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: