স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলা উপজেলায় ট্রলির চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। নিহতের নাম নিরালা (৩০), তিনি জামালপুর সদর উপজেলার বড় ডৌহাতলা গ্রামের বাদশার মেয়ে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে নকলা উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে সকাল ১০টা ২১ মিনিটে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা ইসলাম পিংকি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর নিরালার মৃত্যু হয়।
জানা যায়, ঘটনার পরপরই ট্রলিচালক পলাতক হয়ে যায়। তবে পুলিশ ট্রলিটি জব্দ করেছে। নকলা থানা কর্তৃপক্ষ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
0 coment rios: