নকলা প্রতিনিধি:
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নকলা উপজেলার ৭ নং টালকি ইউনিয়ন থেকে এক বিশাল শোভাযাত্রার সূচনা করেন উদীয়মান নেতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী। টালকি ইউনিয়ন থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা নকলা উপজেলা হয়ে শেরপুর জেলা শহরে পদক্ষিণ করে।
শতাধিক গাড়ি তথা পিকআপ, ট্রাক ভর্তি মানুষ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ বহরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে অংশ নেন শত শত সাঈদীভক্ত মানুষ। শোভাযাত্রাটি জেলা শহরে পৌঁছালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী ও তাঁর মেয়ে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেরপুর জেলার সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দেলোয়ার হোসেন সাঈদীর এই শোভাযাত্রা ছিলো নকলা ও শেরপুরের রাজনীতিতে এক প্রাণবন্ত অধ্যায়। তরুণ প্রজন্মের নেতা হিসেবে তাঁর প্রতি মানুষের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মতো যোগ্য, শিক্ষিত ও সৎ নেতৃত্বের হাত ধরে এলাকায় নতুন দিগন্তের সূচনা হবে।
ব্যক্তিগত জীবন ও শিক্ষাজীবন:
ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী নকলা উপজেলার টালকি ইউনিয়নের বাজিদবাড়ী গ্রামে বিএনপি সমর্থক এক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল লতিফ একাধারে প্রায় ২০ বছর স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। তিনি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও ওয়ার্ড শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।
সাঈদী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (AIUB) থেকে বিদ্যুৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (EEE) বিষয়ে গ্র্যাজুয়েশন ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আয়াত প্রোপার্টিজ লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও রাজনৈতিক ভূমিকা:
২০১৮ সালের নির্বাচনের পর থেকে তিনি নকলা-নালিতাবাড়ী অঞ্চলে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, হামলা থেকে রক্ষা ও চিকিৎসায় সহযোগিতা করে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া স্থানীয় নানা সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাঁর অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।
তরুণ প্রজন্ম বিশ্বাস করে, শিক্ষিত, সৎ এবং কর্মদক্ষ এই নেতার হাতে নকলা ও আশপাশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
0 coment rios: