Wednesday, October 1, 2025

নকলায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাছিবুল হাসান হাসিব


আব্দুল্লাহ আল আমিন,
নকলা (শেরপুর):

আসন্ন নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হয়েছেন মু. হাছিবুল হাসান হাসিব।

জালালপুর মণ্ডলবাড়ীর কৃতি সন্তান মু. হাছিবুল হাসান হাসিব প্রাথমিক শিক্ষা নেন নিজ গ্রাম জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০০৬ সালে দাখিল, ২০০৮ সালে আলিম এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে বিএ অনার্স ও এমএ সম্পন্ন করেন। বর্তমানে এলএলবিতে অধ্যয়নরত।

ছাত্রজীবন থেকেই মেধাবী ও তুখোড় বক্তা হিসেবে খ্যাত হাসিব ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং জামায়াতের ছাত্রসংগঠন শিবিরে সক্রিয় ছিলেন। রাজনীতির কারণে একাধিকবার কারাবরণ করেন।

বর্তমানে তিনি জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মজলিশে শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক,তিনি একাধিক দেশ ভ্রমণ করেছেন এবং ওমরাও পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি সফল উদ্যোক্তা ও শিল্পপতি। আলফা ড্রেসওয়ার লিমিটেড, জমজম ফ্যাশন ও সারা টিমস ফ্যাশনের পরিচালক। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বেও রয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক পুত্র সন্তানের জনক। নকলা পৌরবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মেয়র প্রার্থী হাছিবুল হাসান হাসিব।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: