নকলা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর ২০২৫) নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি’র সদস্য সচিব প্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন।
পূজামণ্ডপে আগত ভক্ত ও পূজারীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ সময় সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন বলেন, “বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীর দল। জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বীর সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার সুনিশ্চিত করবে।”
তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে থাকার আহ্বান জানান।
এসময় তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর পক্ষ থেকেও শারদীয় শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় পূজামণ্ডপ কমিটির হাতে নগদ অর্থ অনুদান প্রদান করেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন।
0 coment rios: