আব্দুল্লাহ আল-আমিন,
নকলা, (শেরপুর):
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে শেরপুরের নকলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
শনিবার বিকেলে পৌর শহরের হলমোড়, কাচারি মোড়, নিউ মার্কেট, উত্তর বাজারসহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. ইলিয়াস খানের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। তিনি আরও বলেন, ‘এই ৩১ দফা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারলে বাংলাদেশ ঠিক থাকবেনা এবং এদেশের মানচিত্র ঠিক থাকবেনা। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।’
0 coment rios: