স্টাফ রিপোর্টার:
সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নকলা হলপট্টি মোড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সভাপতি সাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক কাওসার আজাদ অর্নবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাক্ষাৎকারে তারেক রহমান দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে সাহসিকতার সঙ্গে বক্তব্য দিয়েছেন, তা নতুন প্রজন্মের রাজনীতিকদের অনুপ্রাণিত করবে। তারা আরও বলেন, ছাত্রদল গণতন্ত্র ও দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করে যাবে।
পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
0 coment rios: