নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম রোববার (১২ অক্টোবর) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিনেশন অভিযান উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার প্রথমে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মসফিরাত তাসনিম নুঝাতকে ভ্যাকসিন প্রদান করে প্রথম দিনের কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউসার বিদ্যুৎ ও অন্যান্য স্বাস্থ্য সহকারী এবং এ কর্মসূচিতে দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এই ভ্যাকসিনেশন অভিযান মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিনে উপজেলা এলাকার ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ও কিশোর-কিশোরীকে ২৭০টি কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।
পরবর্তী ৮ দিনে সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে ২১৬টি ইপিআই কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ভ্যাকসিনেশন কেন্দ্রে শিক্ষার্থীরা বিনামূল্যে ভ্যাকসিন নিতে পারবে।
উপজেলার ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিনের মধ্যে ৬১,৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে এক ডোজ টাইফয়েড ভ্যাকসিন প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউএইচএফপিও ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রথম ও দ্বিতীয় সারির তদারকি কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া, শৃঙ্খলা বজায় রাখতে কয়েকজন স্বেচ্ছাসেবকও কাজ করবেন।
0 coment rios: