Saturday, October 11, 2025

নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন; সভাপতি সায়েদুল, সাধারণ সম্পাদক সুইট

স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার নকলা উপজেলায় গঠিত হয়েছে নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি। এলাকার মানসম্মত প্রাথমিক ও শিশু শিক্ষার প্রসার, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাব্বির একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সায়েদুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুইট বার্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমন হাসান সুইট।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকগণকে নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং নকলা উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থাকে আরও সংগঠিত, দক্ষ ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করবে।

সভায় বক্তারা বলেন, নকলা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে মানসম্মত শিক্ষা, শিশুদের সৃজনশীল বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের প্রসারে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি নকলা উপজেলার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: