Saturday, October 11, 2025

নকলায় হামদ-নাত, কেরাত ও বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় হামদ-নাত, কেরাত, বাংলা ও আরবি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) উরফা ইউনিয়নের অন্তর্গত লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সকাল থেকেই প্রতিযোগিতায় অংশ নেয় মাদরাসার শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার ছাত্র ইমরুল কায়েস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসতুরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মুখলিছুর রহমান, মাদরাসার সহ-সভাপতি শরিফুল হক আকন্দ, শিক্ষক বাবর আলী মাস্টার, আব্দুল আওয়াল মণ্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হকসহ অন্যান্যরা।

পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: