Tuesday, October 7, 2025

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাসের স্বাস্থ্যসেবা পরিসংখ্যান প্রকাশ


স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) সময়কালের সেবার পরিসংখ্যান ও বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যসেবার বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিশীলতা ও ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

রোগী সেবার চিত্র

বহিঃবিভাগে (আউটডোর) জুলাই মাসে ১৮,৪৫২, আগস্টে ১৭,১৯৮ এবং সেপ্টেম্বরে ১৬,৬৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যদিও সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে, তবুও এটি কমপ্লেক্সের সবচেয়ে ব্যস্ত বিভাগ হিসেবেই রয়ে গেছে।

অন্তঃবিভাগে (ইনডোর) জুলাইয়ে ১,১৫২, আগস্টে ১,০৬৬ এবং সেপ্টেম্বরে ১,১১৪ জন রোগী ভর্তি ছিলেন। সংখ্যাটি স্থিতিশীল এবং সামান্য ওঠানামা করেছে।

জরুরি বিভাগে (ইমার্জেন্সি) জুলাই মাসে ২,২৮০, আগস্টে ৩,৩৪১ এবং সেপ্টেম্বরে ৩,১৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আগস্টে বৃদ্ধি পেলেও সেপ্টেম্বরে সামান্য হ্রাস দেখা গেছে।

শিশু রোগী (০–৫ বছর) আগস্টে ২,০৫৫ এবং সেপ্টেম্বরে ২,১৩৪ জন চিকিৎসা নিয়েছে, যা শিশুস্বাস্থ্যে ইতিবাচক প্রবণতা নির্দেশ করে।

পরীক্ষা-নিরীক্ষা সেবা

প্যাথলজি পরীক্ষায় জুলাইয়ে ৩,৯৪০, আগস্টে ৩,২১৩ এবং সেপ্টেম্বরে ২,৫৮৬টি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আল্ট্রাসনোগ্রাম সেবায় জুলাইয়ে ৮৩, আগস্টে ৫৭ এবং সেপ্টেম্বরে মাত্র ১৮টি পরীক্ষা হয় — যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এক্স-রে পরীক্ষায় জুলাইয়ে ২৫০, আগস্টে ২৬২ এবং সেপ্টেম্বরে ১৬৪টি পরীক্ষা হয়েছে।
ইসিজি সেবায় আগস্টে ২১৫ এবং সেপ্টেম্বরে ১৯৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা

নরমাল ডেলিভারি আগস্টে ১০৮টি এবং সেপ্টেম্বরে ১১৯টি সম্পন্ন হয়েছে, যা ধীরে ধীরে বৃদ্ধির ইঙ্গিত দেয়।

জরুরি সেবা ও ঔষধ বিতরণ

অ্যাম্বুলেন্স কল জুলাইয়ে ২৫, আগস্টে ২৭ এবং সেপ্টেম্বরে ৩০টি হয়েছে, যা জরুরি সেবার চাহিদা বৃদ্ধির প্রতিফলন।
বিনামূল্যে ঔষধ বিতরণে আগস্টে ৩,৭৯,৪২৭ পিস এবং সেপ্টেম্বরে ৪,৭১,৯৭৮ পিস বিতরণ করা হয়েছে — ধারাবাহিক বৃদ্ধি বজায় রেখেছে।

আল্ট্রাসনোগ্রাম ইউনিটে সমস্যা

আল্ট্রাসনোগ্রাম সেবায় হ্রাসের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,

“বর্তমানে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে USG (আল্ট্রাসনোগ্রাম) পরিচালনার জন্য স্থায়ীভাবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। মেডিকেল অফিসারদের মাধ্যমে সপ্তাহে দুই দিন এ সেবা দেওয়া হলেও কিছুদিন ধরে মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রয়েছে। ইতোমধ্যে ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সামগ্রিক বিশ্লেষণ

১. রোগীর সংখ্যা ও সেবার ধরন তিন মাসে স্থিতিশীল থেকেছে বা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।
২. মাতৃ ও শিশু স্বাস্থ্য, জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণে ইতিবাচক প্রবণতা রয়েছে।
৩. প্যাথলজি, এক্স-রে, ইসিজি সেবা স্বাভাবিকভাবে চলছে।
৪. আল্ট্রাসনোগ্রাম ইউনিটে সাময়িক যান্ত্রিক সমস্যার কারণে সেবা সীমিত।

চিকিৎসকদের আহবান

চিকিৎসকরা বলেন,

“নিজের ও পরিবারের স্বাস্থ্যকে সর্বাগ্রে রাখুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ছোট উপসর্গ উপেক্ষা না করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিন। গর্ভবতী মায়েরা নিয়মিত পরামর্শ নিন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সুবিধা গ্রহণ করুন।”

তারা আরও আহ্বান জানান,

“যত্রতত্র চিকিৎসা না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা গ্রহণ করুন। স্বাস্থ্যকর সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।”



শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: