স্টাফ রিপোর্টার:
আজ ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের আয়োজন করা হয় কায়দা বাজারদী গোরস্থান মসজিদে। অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয় ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা একযোগে আবরার ফাহাদের আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবার ও দেশের জন্য বিশেষ দোয়া করেন।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, আবরার ফাহাদের দেশপ্রেম, সাহসিকতা ও ন্যায়পরায়ণ আত্মত্যাগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার স্মৃতি ধরে রাখার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ন্যায়পরায়ণ চেতনা জাগ্রত করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আবরারের মতো দেশপ্রেমিক, সাহসী ও ন্যায়পরায়ণ হতে হলে দেশপ্রেমকে জীবনধারায় পরিণত করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ সামাজিক দায়বদ্ধতা ও দেশের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
0 coment rios: