স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা দক্ষিণ গ্রামে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাল্যবিবাহের আয়োজন প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি জানান, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
0 coment rios: