Monday, November 10, 2025

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা


শেরপুর জেলার নকলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে নকলা থানা প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মজিবুর রহমান ও জমশেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান এবং সহ-অর্থ সম্পাদক এমদাদ হোসেনসহ অন্যান্যরা।
নেতৃবৃন্দ নবাগত ওসি ফিরোজ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নকলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় তার নেতৃত্বে পুলিশের ভূমিকা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওসি ফিরোজ হোসেনও সরকারি কর্মচারী কল্যাণ সমিতির এই আন্তরিক শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নকলা উপজেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে।”



শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: