নকলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার ইশিবপুর নিবাসী নকলা বাজারের বিশিষ্ট জুতা ও গার্মেন্টস ব্যবসায়ী আলহাজ্ব আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। তিনি মরহুম আলহাজ্ব আব্দুস সাত্তার ডাক্তার সাহেবের চতুর্থ পুত্র এবং নকলা বাজারের সুপরিচিত একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পরিবার পরিজন আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ বাদ যোহর দুপুর ২টা ৩০ মিনিটে কায়দা গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের বড় ভাই আলহাজ্ব ডা সিরাজুল হকের পক্ষ থেকে জানাজায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে আলহাজ্ব আবু বকর সিদ্দিকের ইন্তেকালে নকলা বাজারের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
0 coment rios: