স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকালে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ জমশেদ আলী ও মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ প্রচার সম্পাদক মুক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ নাছিমা খাতুন, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, সম্মানিত সদস্য জুলফিকার আলম ভুট্টো ও বিপুল দাসসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সরকারি কর্মচারীরা। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।
0 coment rios: