Tuesday, December 16, 2025

মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন

  


রাইসুল ইসলাম রিফাত,  স্টাফ রিপোর্টার:

নকলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত বিজয় মেলায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধন হয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পেইন। উপজেলা পরিষদ মুক্তমঞ্চে তিন দিনব্যাপী এই বিজয় মেলা উদ্বোধন হয় হয় ১৬ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার। যা চলমান থাকবে  ১৮ ডিসেম্বর পর্যন্ত।


উপজেলা প্রশাসন নকলা শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত বিজয় মেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে মানব কল্যাণ ফাউন্ডেশন এই বিনামূল্যের রক্তদান কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রক্তদানে আগ্রহী তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


ফ্রি ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য, সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, সহ সভাপতি রনি ফরাজি, কল্যাণ সম্পাদক উমর ফারুক এবং লাভিন। রক্তের গ্রুপ নির্ণয়ের দায়িত্বে ছিলেন টেকনোলজিস্ট মোহাম্মদ আরিফ।


মানব কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন বিপন্ন না হয় সে উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে।


স্থানীয় সচেতন মহল মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিজয় দিবসের মতো জাতীয় দিবসে মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।


শেয়ার করুন

Author:

নকলা ২৪ এ আপনাকে স্বাগত। নকলা উপজেলার সর্বশেষ আপডেট পেতে নকলা ২৪ এর সাথেই থাকুন। ধন্যবাদ।

0 coment rios: