Monday, October 13, 2025

সারা দেশের ন্যায় নকলায় উদ্বোধন হলো টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম

সারা দেশের ন্যায় নকলায় উদ্বোধন হলো টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম

স্টাফ রিপোর্টার:


নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম রোববার (১২ অক্টোবর) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিনেশন অভিযান উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার প্রথমে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মসফিরাত তাসনিম নুঝাতকে ভ্যাকসিন প্রদান করে প্রথম দিনের কার্যক্রম শুরু করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউসার বিদ্যুৎ ও অন্যান্য স্বাস্থ্য সহকারী এবং এ কর্মসূচিতে দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এই ভ্যাকসিনেশন অভিযান মোট ১৮ দিন চলবে। প্রথম ১০ দিনে উপজেলা এলাকার ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ও কিশোর-কিশোরীকে ২৭০টি কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করা হবে।

 পরবর্তী ৮ দিনে সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে ২১৬টি ইপিআই কেন্দ্রে ভ্যাকসিন প্রদান করা হবে। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী ভ্যাকসিনেশন কেন্দ্রে শিক্ষার্থীরা বিনামূল্যে ভ্যাকসিন নিতে পারবে।
উপজেলার ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিনের মধ্যে ৬১,৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে এক ডোজ টাইফয়েড ভ্যাকসিন প্রদান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইউএইচএফপিও ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এ কর্মসূচি  নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রথম ও দ্বিতীয় সারির তদারকি কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া, শৃঙ্খলা বজায় রাখতে কয়েকজন স্বেচ্ছাসেবকও কাজ করবেন।

Saturday, October 11, 2025

নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন; সভাপতি সায়েদুল, সাধারণ সম্পাদক সুইট

নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন; সভাপতি সায়েদুল, সাধারণ সম্পাদক সুইট

স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার নকলা উপজেলায় গঠিত হয়েছে নকলা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি। এলাকার মানসম্মত প্রাথমিক ও শিশু শিক্ষার প্রসার, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাব্বির একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সায়েদুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সুইট বার্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমন হাসান সুইট।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকগণকে নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং নকলা উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থাকে আরও সংগঠিত, দক্ষ ও যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করবে।

সভায় বক্তারা বলেন, নকলা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে মানসম্মত শিক্ষা, শিশুদের সৃজনশীল বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের প্রসারে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি নকলা উপজেলার প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নকলায় হামদ-নাত, কেরাত ও বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নকলায় হামদ-নাত, কেরাত ও বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় হামদ-নাত, কেরাত, বাংলা ও আরবি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) উরফা ইউনিয়নের অন্তর্গত লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সকাল থেকেই প্রতিযোগিতায় অংশ নেয় মাদরাসার শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার ছাত্র ইমরুল কায়েস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসতুরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মুখলিছুর রহমান, মাদরাসার সহ-সভাপতি শরিফুল হক আকন্দ, শিক্ষক বাবর আলী মাস্টার, আব্দুল আওয়াল মণ্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হকসহ অন্যান্যরা।

পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tuesday, October 7, 2025

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাসের স্বাস্থ্যসেবা পরিসংখ্যান প্রকাশ

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাসের স্বাস্থ্যসেবা পরিসংখ্যান প্রকাশ


স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২৫–২৬ অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) সময়কালের সেবার পরিসংখ্যান ও বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যসেবার বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিশীলতা ও ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

রোগী সেবার চিত্র

বহিঃবিভাগে (আউটডোর) জুলাই মাসে ১৮,৪৫২, আগস্টে ১৭,১৯৮ এবং সেপ্টেম্বরে ১৬,৬৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যদিও সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে, তবুও এটি কমপ্লেক্সের সবচেয়ে ব্যস্ত বিভাগ হিসেবেই রয়ে গেছে।

অন্তঃবিভাগে (ইনডোর) জুলাইয়ে ১,১৫২, আগস্টে ১,০৬৬ এবং সেপ্টেম্বরে ১,১১৪ জন রোগী ভর্তি ছিলেন। সংখ্যাটি স্থিতিশীল এবং সামান্য ওঠানামা করেছে।

জরুরি বিভাগে (ইমার্জেন্সি) জুলাই মাসে ২,২৮০, আগস্টে ৩,৩৪১ এবং সেপ্টেম্বরে ৩,১৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আগস্টে বৃদ্ধি পেলেও সেপ্টেম্বরে সামান্য হ্রাস দেখা গেছে।

শিশু রোগী (০–৫ বছর) আগস্টে ২,০৫৫ এবং সেপ্টেম্বরে ২,১৩৪ জন চিকিৎসা নিয়েছে, যা শিশুস্বাস্থ্যে ইতিবাচক প্রবণতা নির্দেশ করে।

পরীক্ষা-নিরীক্ষা সেবা

প্যাথলজি পরীক্ষায় জুলাইয়ে ৩,৯৪০, আগস্টে ৩,২১৩ এবং সেপ্টেম্বরে ২,৫৮৬টি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আল্ট্রাসনোগ্রাম সেবায় জুলাইয়ে ৮৩, আগস্টে ৫৭ এবং সেপ্টেম্বরে মাত্র ১৮টি পরীক্ষা হয় — যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এক্স-রে পরীক্ষায় জুলাইয়ে ২৫০, আগস্টে ২৬২ এবং সেপ্টেম্বরে ১৬৪টি পরীক্ষা হয়েছে।
ইসিজি সেবায় আগস্টে ২১৫ এবং সেপ্টেম্বরে ১৯৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা

নরমাল ডেলিভারি আগস্টে ১০৮টি এবং সেপ্টেম্বরে ১১৯টি সম্পন্ন হয়েছে, যা ধীরে ধীরে বৃদ্ধির ইঙ্গিত দেয়।

জরুরি সেবা ও ঔষধ বিতরণ

অ্যাম্বুলেন্স কল জুলাইয়ে ২৫, আগস্টে ২৭ এবং সেপ্টেম্বরে ৩০টি হয়েছে, যা জরুরি সেবার চাহিদা বৃদ্ধির প্রতিফলন।
বিনামূল্যে ঔষধ বিতরণে আগস্টে ৩,৭৯,৪২৭ পিস এবং সেপ্টেম্বরে ৪,৭১,৯৭৮ পিস বিতরণ করা হয়েছে — ধারাবাহিক বৃদ্ধি বজায় রেখেছে।

আল্ট্রাসনোগ্রাম ইউনিটে সমস্যা

আল্ট্রাসনোগ্রাম সেবায় হ্রাসের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,

“বর্তমানে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে USG (আল্ট্রাসনোগ্রাম) পরিচালনার জন্য স্থায়ীভাবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। মেডিকেল অফিসারদের মাধ্যমে সপ্তাহে দুই দিন এ সেবা দেওয়া হলেও কিছুদিন ধরে মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রয়েছে। ইতোমধ্যে ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সামগ্রিক বিশ্লেষণ

১. রোগীর সংখ্যা ও সেবার ধরন তিন মাসে স্থিতিশীল থেকেছে বা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।
২. মাতৃ ও শিশু স্বাস্থ্য, জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণে ইতিবাচক প্রবণতা রয়েছে।
৩. প্যাথলজি, এক্স-রে, ইসিজি সেবা স্বাভাবিকভাবে চলছে।
৪. আল্ট্রাসনোগ্রাম ইউনিটে সাময়িক যান্ত্রিক সমস্যার কারণে সেবা সীমিত।

চিকিৎসকদের আহবান

চিকিৎসকরা বলেন,

“নিজের ও পরিবারের স্বাস্থ্যকে সর্বাগ্রে রাখুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ছোট উপসর্গ উপেক্ষা না করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিন। গর্ভবতী মায়েরা নিয়মিত পরামর্শ নিন, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সুবিধা গ্রহণ করুন।”

তারা আরও আহ্বান জানান,

“যত্রতত্র চিকিৎসা না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা গ্রহণ করুন। স্বাস্থ্যকর সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।”


সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:


আজ ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মাহফিলের আয়োজন করা হয় কায়দা বাজারদী গোরস্থান মসজিদে। অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয় ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতরা একযোগে আবরার ফাহাদের আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবার ও দেশের জন্য বিশেষ দোয়া করেন।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, আবরার ফাহাদের দেশপ্রেম, সাহসিকতা ও ন্যায়পরায়ণ আত্মত্যাগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার স্মৃতি ধরে রাখার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ন্যায়পরায়ণ চেতনা জাগ্রত করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আবরারের মতো দেশপ্রেমিক, সাহসী ও ন্যায়পরায়ণ হতে হলে দেশপ্রেমকে জীবনধারায় পরিণত করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ সামাজিক দায়বদ্ধতা ও দেশের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Friday, October 3, 2025

কেন্দ্রীয় ফারিয়ার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন নকলার আজিজুল হাকিম

কেন্দ্রীয় ফারিয়ার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন নকলার আজিজুল হাকিম

রাইসুল ইসলাম রিফাত :

বাংলাদেশের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকার বিএমএ ভবনে।

সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় ফারিয়ার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন জনাব হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব রফিকুল ইসলাম রফিক, এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ শাহনুর আহমেদ সোহাগ।

সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা বিবেচনায় শেরপুর জেলার নকলা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম কে কেন্দ্রীয় ফারিয়ার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এই সাফল্যে নকলা ফারিয়ার পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।